Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুর সদরে খাল উদ্ধার অভিযান শুরু

MEHADI HASAN
অক্টোবর ৮, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর, প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌর সদরের চৌরঙ্গি থেকে আটাডাংগা বাওড় পর্যন্ত খাল পরিষ্কার ও খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ অক্টোবর) চলমান কার্যক্রমে চরপাড়া থেকে খাল পরিষ্কার এবং খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, কাজী ওহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, নাহিদ পারভেজ জনি, আরটি হাসান, কাইয়ুম শরিফ প্রমুখ।

অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমার রাশেদ বলেন, সরকার সারা দেশে নদী যেভাবে দখলমুক্ত করেছে সেভাবে মুকসুদপুর উপজেলার খালগুলোও দখলমুক্ত ও খাল পরিষ্কার করতে হবে। খালটি দীর্ঘদিন অপরিষ্কার থাকায় ভরাট হয়ে পৌর সভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃস্টি হচ্ছে। বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা খালের পাড় বাঁধানো, গাছ লাগানো ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা করেছি। পৌর সদরের এই খালটি পরিষ্কার ও সচল রাখতে পারলে অনেকাংশেই জলাবদ্ধতা কমবে।

উপজেলা নির্বাহী অফিসারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।