যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তৌফিকা নূরের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এ বছর স্কুলে শিশু ভর্তি করতে অভিভাবকদের কাছ থেকে ১৫০ টাকা নেওয়া হয়েছে।
ভুক্তভোগী অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সাধারণত ফ্রি হওয়া সত্ত্বেও, ধোপাখোলা বিদ্যালয়ে এ ধরনের অর্থ আদায় করা হচ্ছে। নাজমুল হক বলেন, “আমার ছেলেকে ভর্তি করতে ১৫০ টাকা দিতে হয়েছে, যা সরকারি নিয়মের পরিপন্থী।” অন্য অভিভাবক আবুল কালামও একই অভিযোগ করেন।
কিছু অভিভাবক আরও জানিয়েছেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামত ও স্লিপ ফান্ডের অর্থ তছরুপসহ বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। অভিযোগ, বিদ্যালয়ে অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে।
প্রধান শিক্ষক তৌফিকা নূর অভিযোগ স্বীকার করে বলেন, “আমাদের স্কুলে একজন আয়া আছেন, তার বেতনের জন্য আমি টাকা নিয়েছি।”
সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম বিষয়টি জানিয়ে বলেন, “অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, স্থানীয়রা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে এবং বিদ্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.