নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের চর্চা থেকে বেরিয়ে আসা, কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সরকার নিজেরাই নির্বাচন কমিশন বেছে নেয়, ভোটের নামে কেন্দ্র দখল করে এবং শেষ পর্যন্ত নিজেরাই ক্ষমতায় থেকে যায়। এই ব্যবস্থার পরিবর্তন করতেই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার(২১ জানুয়ারি) বিকেলে গাজীপুর শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত গণভোট-২০২৬ উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংসদের মূল দায়িত্ব আইন প্রণয়ন করা আর নির্বাহী বিভাগের দায়িত্ব উন্নয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা। কিন্তু বর্তমান কাঠামোয় নির্বাহী বিভাগের প্রধান ও সংসদের প্রধান একই ব্যক্তি হওয়ায় ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে, যার ফলে সংসদে স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশের সুযোগ সীমিত হয়ে পড়েছে।
এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করেছে গণভোট-২০২৬, যেখানে সংসদ নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনার চাবি জনগণের হাতেই থাকবে।
‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন-'ভোটের চাবি আপনার হাতে’ স্লোগানে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
সভায় বিশেষ বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান। আলোচনায় তাঁরা গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা, প্রশাসনিক প্রস্তুতি ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ সোহেল রানা, গাজীপুরের বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলেন, গণভোট কেবল একটি ভোট নয়, এটি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ, যা সঠিকভাবে কাজে লাগাতে হলে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.