কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে স্থানীয় জনগণ, সারাদেশের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ দলীয় ঐক্য জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. আখতার হোসেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এলাকার সাধারণ মানুষ ইতোমধ্যে তাঁকে আপন করে নিয়েছে।
ফেসবুক পোস্টে আখতার হোসেন লেখেন, “আজ বৃহস্পতিবার থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আমরা এগিয়ে চলছি। তবে আনুষ্ঠানিক প্রচারণার পর্বে আপনাদের অনুদান ও সার্বিক সহযোগিতার পরিধি বাড়ানো একান্ত প্রয়োজন। কেবল আপনাদের দোয়া, সহযোগিতা, অনুদান ও অংশগ্রহণই দেশ নিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।”
তিনি আরও লেখেন, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল ও উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও নতুন আইডিয়ার মাধ্যমে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন। কাউনিয়া-পীরগাছার মানুষ, সারাদেশের শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাইবোনদের সহযোগিতা চাই।”
ফেসবুক পোস্টে তিনি ডোনেশনের জন্য সিটি ব্যাংক, প্রিন্সিপাল শাখার একটি অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ ও নগদ (পার্সোনাল) নম্বরও উল্লেখ করেন। নতুন বাংলাদেশের প্রত্যাশায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে ফেসবুক পোস্টে আর্থিক সহায়তা চাওয়ার সত্যতা নিশ্চিত করে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) রাকিবুল হাসান তৌফিক বলেন, “আখতার ভাই একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। নির্বাচনী ব্যয় একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তিনি সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়েছেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাউনিয়া-পীরগাছার উন্নয়ন ও পরিবর্তনের জন্য তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.