রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই কেন্দ্র মিলিয়ে এ বছর ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৫ হাজার ৫৬৭ জন।এবছর রুয়েটের ভর্তি পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়, রুয়েট কেন্দ্র এবং বুয়েট কেন্দ্র। এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬ হাজার ৮৭৮ জন, যা মোট উপস্থিতির ৮১ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে মোট ৮ হাজার ৬৮৯ জন অংশ নেন, সেখানে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৬৬ শতাংশ।
ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে যথাসময়ে সম্পন্ন হয়। ‘ক’ গ্রুপের (প্রকৌশল পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
নম্বর বণ্টনের ক্ষেত্রে ‘ক’ গ্রুপে চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল। এর মধ্যে পদার্থবিজ্ঞানে ১২০ নম্বর, রসায়নে ১২০ নম্বর, উচ্চতর গণিতে ১২০ নম্বর এবং ইংরেজিতে ৪০ নম্বর নির্ধারিত ছিল। অন্যদিকে ‘খ’ গ্রুপের পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত প্রশ্ন রাখা হয়।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। রুয়েট প্রশাসন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের আগেই সতর্ক করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নকল ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ঘটনা সামনে আসলেও রুয়েটে বিশেষ সতর্কতা নেওয়ার কারণে এধরনের কোনো ঘটনা ঘটেনি ।
এছাড়া পরীক্ষাকালীন কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ভ্রাম্যমাণ মেডিকেল টিম তাৎক্ষণিক সেবা দেয়। অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রগুলোতে বসার ব্যবস্থা, খাবার ও ওয়াশরুমের সুবিধার ব্যবস্থা করা হয়। তবে ওয়াশরুম নিয়ে কিছু বিড়ম্বনার সম্মুখীন হতে হয় অভিভাবকদের।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০১৯–২০ শিক্ষাবর্ষের পর এবার দ্বিতীয়বারের মতো রুয়েট এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে।
এবারের ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি।
ভর্তি পরীক্ষাকে ঘিরে সারাদিন ক্যাম্পাসজুড়ে ছিল ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
মেধার এই প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.