দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন মাদক চোরাকারবারিকে আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর মেঘনা মাঠ নামক স্থানে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
একইদিন রাত সাড়ে ৩টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৯/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ী মাঠে তেতুলবাড়ী বিওপির টহল দল অভিযান চালায়। অভিযানে বাংলাদেশী চোরাকারবারী মো. টুটুল (৩০) কে ভারতীয় ১টি শাড়ি, ২টি চাদর ও ২টি মহিলাদের কাটিগানসহ আটক করা হয়।
আটক চোরাকারবারি মো. টুটুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মো. ছাদেক আলীর ছেলে।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরে মাদকসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.