ফেনী প্রতিনিধি
ফেনীর জেরকাছাড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ (জিসিএফবি)।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সকালে এক উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ (জিসিএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিএফবি কুমিল্লা জেলার আহ্বায়ক এবং কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আরিফ মুর্শেদ খান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেরকাছাড় হাফেজিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসির উদ্দিন, ল্যাবসিটির ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন,ব্লাড ডোনেটিং ক্লাবের সভাপতি আফতাবুল ইসলাম প্রমুখ।
কোরআন শরীফ বিতরণ শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার এতিম ও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে জিসিএফবি এর সভাপতি কাজী ইস্রাফিল জানান,কোরআনের পাখিদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইসলামের আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে জিসিএফবি-এর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.