সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলিফ আহমেদ সিয়ামের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারতে যান তিনি। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম বলেন,
জুলাই আন্দোলনে শহীদ আলিফ আহমেদ সিয়াম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক সাহসী প্রতীক। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বাগেরহাটে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৯ জনের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।
এম এ এইচ সেলিম বলেন ,শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। শহীদ হওয়ার পর তিনি শহীদের বাবাকে এক লাখ টাকা সম্মাননা দিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভুলতে পারি না। তারা দ্বিতীয়বার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শহীদের বাবা,স্বজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.