আমতলী (বরগুনা) প্রতিনিধি
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বরগুনার আমতলীতে ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ২টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পপি সাহা, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজসহ অন্যান্যরা।
সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাঠ সহকারী মো. আরিফুর রহমান ও ইসরাত হোসেন হিমেল।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ-এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আমতলী উপজেলার বাছাইকৃত ৬০ জন জেলের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.