পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শুরু করেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।
মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে একটি বিশাল শোডাউন ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে বের হয়ে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে শহরের বিভিন্ন সড়কে সাধারণ ভোটারদের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় পুরো ঘোড়াশাল পৌর এলাকা ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.