শফিকুল ইসলাম সাফা চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা, চিতলমারী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ এনায়েত হোসেন মোল্লার ছেলে মোঃ মামুন মোল্লার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
তিনি মামুন মোল্লার রুহের মাগফেরাত কামনা করে বলেন, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং শোক মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
অনুরুপ শোক জানিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ সভাপতি মোঃ বাদশা মিয়া, ও চেয়ারম্যান নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ কেরামত আলী, সামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, প্রচার সম্পাদক এস,এম সোহেল, হিজলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আবু সাহিন, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আফজাল হোসেন, সাধারণ সম্পাদক লিটন কাজীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।