হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি
স্বপ্নপুরী বেড়াতে গিয়ে নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ ও দ্যা ডেইলি অবজারভার পত্রিকার নওগাঁর পত্নীতলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা হাইস গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের ভেতরে রাস্তার পাশ দিয়ে তিনি হেটে যাচ্ছিলেন এসময় একটি হাইস মাইক্রোবাস তাকে পেছন থেকে জোড়ে ধক্কা দিলে তিনি রাস্তার উপরে ছিটকে পরে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে গুরুতর আহত হোন ও মুহূর্তে রক্তক্ষরণ শুরু হয় সহকর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।
রাতে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেডিকেল অফিসার ডা. আল আমিনের তত্বাবধানে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন।
ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে সাংবাদিক মাসুদ রানা তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

