Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মন্দিরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ২৪, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌরসভার চোরখালী সার্বজনিন দূর্গা মন্দিরের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার ইসহাক শেখ ও গোফাডাঙ্গা গ্রামের সৈয়দ শওকত আলীর বিরুদ্ধে।

উক্ত জমি নিয়ে মন্দির কমিটির সাথে সরকারের আদালতে মামলা চলমান থাকলেও তৃতীয় পক্ষ হিসাবে তারা এ অপচেষ্টা করছে। এ ঘটনায় শনিবার বিকালে এলাকার ৪/৫ গ্রামের সনাতন সম্প্রদায়ের লোকজন চোরখালী সার্বজনিন দূর্গা মন্দির প্রঙ্গনে এলাকাবাসী প্রশাসনের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে , লোহাগড়া পৌরসভার ৬৬ নং চোরখালী মৌজার এসএ ৬০৫ এবং আরএস ৭৩৮ নং দাগের ৪২ শতাংশ ধানী জমি প্রায় ৫০ বছর ধরে চোরখালী সার্বজনিন দূর্গা মন্দির ভোগ দখল করে আসছে।

ঘটনাক্রমে উক্ত জমি ১(ক) খতিয়ান অর্থাৎ খাস খতিয়াভুক্ত হওয়ায় মন্দির কমিটির পক্ষে সরাজ কান্তি দত্ত বাদী হয়ে সরকারকে বিবাদী করে আদালতে মামলা করেন। বর্তমানে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তৃতীয় পক্ষ চোরখালী গ্রামের হিরু শেখের ছেলে ইসহাক শেখ এবং গোফাডাঙ্গা গ্রামের ছোরবান আলীর ছেলে শওকত আলী জোরপূর্বক উক্ত জমি দখলের পায়তারা করছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে চোরখালী, গোফাডাঙ্গা, জয়পুর,নরানদিয়া,কেষ্টপুর গ্রামের সনাতন সম্প্রদায়ের লোকজন প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,লোহাগড়া পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি খোকন কুন্ডু,জয়পুর পরশ মনি মহাশ্মশানের সভাপতি মিলন ভট্রাচার্য,সাধারন সম্পাদক সঞ্জিত কুমার দাস,লোহাগড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টন ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাস, লোহাগড়া পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি বালা কমল কৃঞ্চ প্রমুখ।

এব্যাপারে অভিযুক্ত সৈয়দ শওকত আলী বলেন, সরকারের কাছ থেকে মাইটকুমড়া গ্রামের লতিফ সরদার ওই জমি বন্দোবস্ত নিয়েছে বলে জানতে পেরেছি। আমরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের কাগজপত্র দেখে মিমাংশার চেষ্টা করেছি মাত্র।

উক্ত জমি নিয়ে আদালতে মামলা থাকায় বিষয়টি সরকার, মন্দির কমিটি ও লিজ গ্রহনকারীর ব্যাপার। এখানে আমি ও ইসহাক জমি দখলের সাথে জড়িত নই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।