স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার চোরখালী সার্বজনিন দূর্গা মন্দিরের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার ইসহাক শেখ ও গোফাডাঙ্গা গ্রামের সৈয়দ শওকত আলীর বিরুদ্ধে।
উক্ত জমি নিয়ে মন্দির কমিটির সাথে সরকারের আদালতে মামলা চলমান থাকলেও তৃতীয় পক্ষ হিসাবে তারা এ অপচেষ্টা করছে। এ ঘটনায় শনিবার বিকালে এলাকার ৪/৫ গ্রামের সনাতন সম্প্রদায়ের লোকজন চোরখালী সার্বজনিন দূর্গা মন্দির প্রঙ্গনে এলাকাবাসী প্রশাসনের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে , লোহাগড়া পৌরসভার ৬৬ নং চোরখালী মৌজার এসএ ৬০৫ এবং আরএস ৭৩৮ নং দাগের ৪২ শতাংশ ধানী জমি প্রায় ৫০ বছর ধরে চোরখালী সার্বজনিন দূর্গা মন্দির ভোগ দখল করে আসছে।
ঘটনাক্রমে উক্ত জমি ১(ক) খতিয়ান অর্থাৎ খাস খতিয়াভুক্ত হওয়ায় মন্দির কমিটির পক্ষে সরাজ কান্তি দত্ত বাদী হয়ে সরকারকে বিবাদী করে আদালতে মামলা করেন। বর্তমানে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তৃতীয় পক্ষ চোরখালী গ্রামের হিরু শেখের ছেলে ইসহাক শেখ এবং গোফাডাঙ্গা গ্রামের ছোরবান আলীর ছেলে শওকত আলী জোরপূর্বক উক্ত জমি দখলের পায়তারা করছে।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে চোরখালী, গোফাডাঙ্গা, জয়পুর,নরানদিয়া,কেষ্টপুর গ্রামের সনাতন সম্প্রদায়ের লোকজন প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,লোহাগড়া পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি খোকন কুন্ডু,জয়পুর পরশ মনি মহাশ্মশানের সভাপতি মিলন ভট্রাচার্য,সাধারন সম্পাদক সঞ্জিত কুমার দাস,লোহাগড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টন ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাস, লোহাগড়া পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি বালা কমল কৃঞ্চ প্রমুখ।
এব্যাপারে অভিযুক্ত সৈয়দ শওকত আলী বলেন, সরকারের কাছ থেকে মাইটকুমড়া গ্রামের লতিফ সরদার ওই জমি বন্দোবস্ত নিয়েছে বলে জানতে পেরেছি। আমরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের কাগজপত্র দেখে মিমাংশার চেষ্টা করেছি মাত্র।
উক্ত জমি নিয়ে আদালতে মামলা থাকায় বিষয়টি সরকার, মন্দির কমিটি ও লিজ গ্রহনকারীর ব্যাপার। এখানে আমি ও ইসহাক জমি দখলের সাথে জড়িত নই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.