নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিল্প পুলিশের প্রায় ১০ সদস্য অর্ধশতাধিক আহত হয়েছে।
শনিবার সকালে মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত যমুনা ডেনিমস লিঃ কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা বলেন,আমাদের ৮ দফা দাবি ছিলো। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।
শ্রমিকদের দাবী সমূহ হলো,ডিরেক্টর কাজল কান্তির পদত্যাগ বাধ্যতা মুলক,বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে এবং পরবর্তী বাৎসরিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হইবে ।
টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে। হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে ১,০০০ টাকা দিতে হবে। বেতনের পেস্লিপ ৩ তারিখ থেকে ৪ তারিখের ভিতরে দিতে হবে এবং ৭ তারিখের ভিতরে বেতন পরিষোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিষোধ করতে হবে।
জরুরী প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে। ফ্লোরে কোন স্টাফ ওয়ারকারের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় মা, বাপ তুলে গালি গালাজ করতে পারবে না। যদি কোন ওয়ারকার স্টাপের বিরুদ্ধে রিপোর্ট দেয় তা সরসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বি-দ্রঃ এই আনন্দেলনে কোন ওয়ার্কার এবং স্টাপ এর উপর কোন ধরনের একশন নেয়া যাবে না এবং চাকরী হইতে বহিস্কার করা যাবে না ।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সকাল ১১ টার সময় মুল ফটকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন।
পুলিশ জানায় কোন কিছু বুঝে উঠার আগে উশৃংখল শ্রমিক রাস্তা অবরোধ করে রাস্তার উপরে অবস্থান করে। পরে শ্রমিকরা পুলিশের সাথে উশৃঙ্খলা আচরণ ও ইটপাটকেল মারলে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট ছুরে উশৃংখল শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে । পরে কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, উশৃংখল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.