শরিফুল ইসলাম, নড়াইলঃ
লোহাগড়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে মুজিবের জম্ম শতবর্ষ উপলক্ষে উপহার হিসাবে জমিসহ ৩৫টি ঘর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার সকালে জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন হতে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে ৬৯ হাজার ৯শ’ ৪ জন ভূমিহীন ও গৃহহীনকে ঘর প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ে উদ্বোধন করেন।প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়। লোহাগড়ায় ৩৫টি ঘরের সনদ সুবিধা ভোগিদের উপস্থিতির মাধ্যমে হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন,ভাইস-চেয়ারম্যান বিএম কামাল হোসেন,সহকারীকমিশনার (ভূমি)রাখি ব্যানার্জী,উপজেলা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ সহ বিভিন্ন ইউনিয়নের সচিব সহ উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।