অশোক মুখার্জি কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে আনুমানিক ৮টার দিকে ৭ পদাতিক ডিভিশনের অধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটারির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদির নেতৃত্বে একটি বি-টাইপ প্যাট্রোল মহিপুর এলাকার মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে অভিযান চালায়।
অভিযানের সময় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাজার মূল্য আনুমানিক পয়তাল্লিশ হাজার টাকা।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মাত্র চার দিন আগে কারামুক্ত হয়। তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
সেনাবাহিনী জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.