Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ ৪, ১০দলীয় জোট প্রার্থীর নির্বাচন নাগরিক সংলাপ অনুষ্ঠিত

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

​সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নির্বাচন ও নাগরিক সংলাপ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “আপনাদের প্রশ্ন, আমাদের দায়িত্ব”। ​সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. সামছুদ্দীন।

​নাগরিকদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার এই আয়োজনে বক্তারা আসন্ন নির্বাচন, এলাকার উন্নয়ন এবং নাগরিক অধিকার নিয়ে আলোচনা করেন।

প্রধান আলোচক অ্যাডভোকেট মো. সামছুদ্দীন তার বক্তব্যে বলেন, “জনগণের অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।”

​সংলাপে স্থানীয় গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত নাগরিকরা তাদের এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে সরাসরি প্রশ্ন উত্থাপন করেন এবং প্রধান আলোচক সেগুলোর সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।