একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নির্বাচন ও নাগরিক সংলাপ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “আপনাদের প্রশ্ন, আমাদের দায়িত্ব”। সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. সামছুদ্দীন।
নাগরিকদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার এই আয়োজনে বক্তারা আসন্ন নির্বাচন, এলাকার উন্নয়ন এবং নাগরিক অধিকার নিয়ে আলোচনা করেন।
প্রধান আলোচক অ্যাডভোকেট মো. সামছুদ্দীন তার বক্তব্যে বলেন, "জনগণের অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।"
সংলাপে স্থানীয় গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত নাগরিকরা তাদের এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে সরাসরি প্রশ্ন উত্থাপন করেন এবং প্রধান আলোচক সেগুলোর সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.