শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “গোয়ালন্দ ফুটবল একাডেমী” পরিদর্শন ও খেলোয়ার বাছাই করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচ কাজী আলতাফুল হক।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি বাফুফে অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপের জন্য খেলোয়াড় বাছাই করেন।
এ সময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনা পর্ষদ, উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে বাফুফের ফুটবল কোচ কাজী আলতাফুল হক বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) “একাডেমী এ্যাক্রিডিটেশন স্কীম” এর আওতায় ওয়ান স্টার ও টু স্টার সার্টিফিকেটধারী ৩২০ টি একাডেমীসমূহ পরিদর্শন কাজের অংশ এবং অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপের খেলোয়াড় বাছাইয়ের জন্য গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে এসেছি।
এছাড়া যে সকল একাডেমী বাফুফেতে এই স্কীমের আওতায় রেজিস্ট্রেশন পেয়েছে, সেসকল একাডেমীর কার্যক্রম বাস্তবে চলছে কি না তা যাচাইবাছাই এবং একাডেমীর কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পরামর্শ প্রদান করাও এ পরিদর্শনের উদ্দেশ্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান কোচ মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ ফুটবল একাডেমির উপদেষ্টা ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, সদস্য ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ মজিবর রহমান খান জুয়েল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা মো. ফারুক হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহকারি কোচ মোঃ আলমগীর হোসেন, আরিফ হোসেন নারু, নৃত্যান্দ নৃত্য, মোঃ রাহাত শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বরাট একতা ক্লাবের কোচ মো. শাহিন আব্দূল্লাহসহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।

