নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে লিচুবাগান পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, ক্রিস্টাল সাদা বর্ণের পাউডার (আইস সদৃশ্য) ও গাঁজাসহ নিহাল বাবু (১৯) নামের এক যুবককে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেপ্তারকৃত নিহাল বাবু উপজেলার কলাবাগান এলাকার শাহাজালাল মিঠুর ছেলে।
র্যাব জানায়, গত কয়েকদিন ধরে র্যাবের একটি গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী নিহাল বাবুর গতিবিধি নজরদারিতে রাখে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর লিচুবাগান পূর্বপাড়া এলাকায় সে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে নিহাল বাবুকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা, ২ পুড়িয়া হেরোইন, ১ পুড়িয়া ক্রিস্টাল সাদা বর্ণের পাউডার (আইস সদৃশ্য), ১ পুড়িয়া গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.