শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন রয়েছে।
এদিকে নানা জল্পনা কল্পার অবসান ঘটিয়ে মোল্লাহাট উপজেলার ৩নং গাংনী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও বারবার নির্বাচিত বর্তমান গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার উজির আলী।
তাঁর নৌকার মাঝি হিসাবে মনোনিত হওয়ার খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলিয় সমর্থকরা অভিনন্দন জানাচ্ছেন।
মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা বলেন, গাংনী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন(নৌকা) চেয়ে ১৩ জন প্রার্থী ফর্ম জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ড শিকদার উজির আলীকে গাংনী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন দিয়েছেন। দলিয় সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                