রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য জানানো হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সিএনজি চালক সুলতান মিয়ার বাড়ির পাশে এই গ্রেনেডটি আবিষ্কৃত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি পুকুরে কয়েকদিন আগে মাছ ধরার সময় এটি পাওয়া যায়, তবে বুঝে না পেয়ে পাশের জমির মধ্যে একটি খাদে ফেলে দেওয়া হয়।
গ্রেনেডটি শনিবার সকালে স্থানীয় কৃষক মিন্নত আলী ঘাস কাটার সময় দেখে পতনউষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানায়। পরে পুলিশ এসে এলাকা লাল পতাকা দিয়ে সংরক্ষণ করে।
স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো এবং সম্ভবত মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ, ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। এর আগেও গত বছর জুলাই মাসে একই গ্রামের কাছ থেকে একটি আরও গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.