Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-০১)’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ২নং কলোনী গ্যারেজ মাঠে এই খেলা আয়োজন করা হয়।

জুভেন্টাস স্পোর্টিং ক্লাব, ভেড়ামারা-এর আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মুহ. তৌহিদুল ইসলাম আলম।

ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান আলী, কুষ্টিয়া জজ কোর্টের পিপি খন্দকার সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, মনি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনি, এবং অন্যান্য রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা। সঞ্চালনা করেন ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আতাউর রহমান নায়েব।

ফাইনাল খেলায় সিঙ্গাপুর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে বিজেএম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ট্রফি ও পুরস্কারের জন্য বিজয়ী হয়। প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “খেলাধুলা মন ও শরীর দুটোই সুস্থ রাখে এবং যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষ টুর্নামেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।