মৌলভীবাজার জেলা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় আনা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান। প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, “সরকারের অনেক প্রজেক্ট রয়েছে, কিন্তু সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এসব সুবিধা এক জায়গায় আনার চেষ্টা করব।”
বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুজ্জামান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো: মারুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, সাবেক আহ্বায়ক মো: বদরুল আলম, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

