মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন।
এরই অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) জোতবানি ইউনিয়নের জোতবানি গ্রামের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন— “যত অত্যাচার, নির্যাতন হয়েছে, যত উন্নয়ন হয়নি অনুন্নয়ন অঞ্চল রয়েছে প্রত্যেকটা সমস্যার সমাধান যথাযথভাবে করা হবে।
কোনো অবস্থাতেই শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি মানুষের কাছ থেকে দূরে সরে যাবে না।”
তিনি আরও বলেন, “আমরা যে অবস্থাতেই ছিলাম, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। বিএনপির কোনো বিকল্প নেই। তাই আপনারা বিএনপির পাশে থাকুন, বিএনপির হাতকে শক্তিশালী করুন।”
গণসংযোগের সময় বিরামপুর উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে দেখা যায় এক অভূতপূর্ব জনসাড়া। জোতবানি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রার্থী ডা. জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। অনেক বৃদ্ধ নারী ও পুরুষ সৌজন্য সাক্ষাৎ করেন, দোয়া করেন তার জন্য।
গণসংযোগের সময় এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়—এক শিশুর মা তার অসুস্থ সন্তানের চিকিৎসা বিষয়ে পরামর্শ চাইলে ডা. জাহিদ হোসেন তাৎক্ষণিকভাবে তাকে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।
এই গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ লিটন,জোতবানি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান খোকন,ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
জনগণের সরাসরি সংস্পর্শে গিয়ে কথা বলা, মানুষের সমস্যার কথা শোনা, চিকিৎসা পরামর্শ প্রদান এবং উন্নয়ন ভাবনার স্পষ্ট রূপরেখা তুলে ধরার মধ্য দিয়ে অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন নিজেকে শুধু একজন প্রার্থী নয়, বরং মানুষের নেতা হিসেবেই উপস্থাপন করছেন—এমনটাই বলছেন স্থানীয় সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.