ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোশাররফ হোসেন নামে এক মাদরাসা শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি চরদরবেশ ইউনিয়নের আশরাফুল উলুম আকবরিয়া মাদরাসার শিক্ষক।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে মাদরাসায় প্রবেশ করিয়ে শিক্ষার্থীদের নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার করেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ ধারা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। ২৭(ক) ধারার আলোকে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.