মৌলভীবাজার জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মৌলভীবাজার–৩ আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলাল ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড), কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে খেলাফত মজলিস জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গণসংযোগে ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান কামালী তার প্রার্থিতা প্রত্যাহার করে আহমদ বিলালের প্রতি সমর্থন ঘোষণা করেন এবং নেতৃস্থানীয়ভাবে গণসংযোগে অংশ নেন। সহস্রাধিক নেতা ও কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, রিকশা, ভ্যান ও গাড়িচালকসহ পথচারীদের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়।
আহমদ বিলাল সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চার লেনে উন্নীত করা হবে। এছাড়া মৌলভীবাজার–কুলাউড়া–জুড়ি–বড়লেখা সড়ক ও মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক চার লেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, “মানুষের চাহিদা ও স্থানীয় বাস্তবতাকেই উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে। ১০ দলীয় জোটের সকল শরিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন এবং একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জনগণের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.