নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শিক্ষক-শিক্ষিকাদের “সমপ্রীতির বন্ধন, কৃতিত্বের স্বীকৃতি” প্রতিপাদ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা রঙে, আবেশে ও আন্তরিকতায় অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষক সন্ধ্যা ২০২৫’।
গাকৃবির শিক্ষক সমিতির আয়োজনে গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই ব্যতিক্রমধর্মী ও জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পৌষ-মাঘের ঐতিহ্যবাহী পিঠা উৎসবে। শীতের আমেজে শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসবটি পরিণত হয় মিলনমেলায় যেখানে হাসি, গল্প আর ঐতিহ্যের আবহে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।
এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। আলোচনা সভার এক আবেগঘন মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভাইস-চ্যান্সেলর।
এ সময় তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা ও গবেষণায় অবদানের কীর্তিগাঁথা স্মরণ করা হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। একইসঙ্গে ২০২৩ ও ২০২৪ সালে গবেষণায় বিশেষ উৎকর্ষ সাধনকারী শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়, যা গবেষণায় আরও উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা বহন করে।
অনুষ্ঠানে ২০২৫ সালের শিক্ষক সমিতির সদস্যবৃন্দকে সম্মাননা প্রদান করা হয় এবং ২০২৬ সালের নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যদের ভাইস-চ্যান্সেলরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গাকৃবির শিক্ষকদের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক অবদানের ভ‚য়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার শিক্ষক সমাজ।
শিক্ষকদের নিষ্ঠা, গবেষণা ও মানবিক মূল্যবোধের ওপরই একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও অগ্রযাত্রা নির্ভর করে।” তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের উত্তরাধিকার বহন করেই গাকৃবি আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিবিধ আন্তজার্তিক র্যাঙ্কিংয়ে গৌরবময় অবস্থান অর্জন করে এগিয়ে যাচ্ছে। নতুন শিক্ষক সমিতির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি শিক্ষক সমাজের ঐক্য ও সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরবর্তীতে গাকৃবির শিক্ষকবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা । দিনব্যাপী এই হৃদ্যতাপূর্ণ আয়োজনের পরিসমাপ্তি ঘটে সকলের সমবেত অংশগ্রহণে এক জমকালো গালা ডিনারের মাধ্যমে।
উল্লেখ্য, অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.