মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে গাঁজাসহ এক যুবককে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলার চরকুলিয়া বাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন মোল্লা(৩০) আটক করা হয়। আটক মো. আল-আমিন মোল্লা উপজেলার জয়ডিহি গ্রামের মো. হাছেন মোল্লার ছেলে।
আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। রবিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া বাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল-আমিন মোল্লাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোল্লাহাট থানা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।