ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন নুর জাহান বেগম–এমআর খান ফাউন্ডেশন-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) উপজেলার আবদুল আজিজ খান পাঠান বাড়ির সামনে এ চিকিৎসা শিবির আয়োজন করা হয়।
শিল্পপতি মেজবাহ উদ্দিন কিসলু খানের ব্যক্তিগত অর্থায়নে আয়োজিত এই শিবিরে মোট দুই হাজার পাঁচশ’ রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ১৫০ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। বাকি ২ হাজার ৩৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।
চিকিৎসা শিবিরে ১৩ জন চক্ষু চিকিৎসকসহ তাদের সহযোগীরা সেবা প্রদান করেন। শিবিরটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে শরীফ উদ্দিন খান বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনাগাজী ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মো. নুর উল্লাহ, সোনাগাজী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন, লাবলু খান, দাউদ খান, সমির খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, অপারেশনের জন্য নির্বাচিত ১৫০ জন রোগীর আগামী ৯ ফেব্রুয়ারি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় সব ওষুধও বিনা খরচে সরবরাহ করা হবে, যার সম্পূর্ণ ব্যয় বহন করবে নুর জাহান বেগম–এমআর খান ফাউন্ডেশন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.