সাতক্ষীরা প্রতিনিধি
জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন।
তিনি সকাল ১১ টায় সাতক্ষীরা আমতলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তাঁর আগমন উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা জামায়াত অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন জামায়াতের নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
জামায়াত আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আগামী ২৭ জানুয়ারি সকাল ১১ টায় সাতক্ষীরা আমতলা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন দলটির আমির ডা: শফিকুর রহমান।
সমাবেশ সফল করতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
সমাবেশে দুই লাখের বেশি মানুষের জনসমাগম হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.