মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে রোববার বিকেলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। এতে জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মো. আবুল বাশার, আদর্শ শিক্ষক সমিতির সভাপতি আল আমিন ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে মো. ইকবাল হুসাইন জানান, আগামীকাল সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য প্রার্থী মাও. মো. তাজউদ্দীন খান। এছাড়া মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর নাজমুল হুদাসহ জেলার নেতা-কর্মীরা সভায় উপস্থিত থাকবেন।
জেলা জামায়াত আশা প্রকাশ করেছে, এই জনসভা স্থানীয় জনগণের অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হবে।

