স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রাম,
কলাগাছি,কাঞ্চনপুর(আর কে কে) জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মিয়ার বিরুদ্ধে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (২৫জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার রায়গ্রাম,কলাগাছি,কাঞ্চনপুর(আর কে কে) জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী কে (এসএসসি পরীক্ষার্থী) সম্প্রতি ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মিয়া নিজ বাড়ীতে প্রাইভেট পড়াকালী সময় তাকে শ্লীলতাহানি ঘটনা ঘটায়।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এঘটনার জের ধরে রবিবার দুপুরে বিদ্যালয়ের দু-শতাধিক ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে শিক্ষক বাবু মিয়ার বিচারের দাবীতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে প্রধান শিক্ষক কিবরিয়া কামাল বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেনী কক্ষে ফিরে যায়
৮ম শ্রেনীর শিক্ষার্থী খাদিজা খানম ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থী শুভ সরকার অভিযোগ করে বলেন, শিক্ষক বাবু মিয়ার স্বভাব চরিত্র ভালো না,এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের কাজ করার অভিযোগ রয়েছে অনেক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিবরিয়া কামাল
সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই শিক্ষককে তিন দিনের নৈমত্তিক ছুটি দেওয়া হয়েছ্।
অভিযুক্ত সহকারী শিক্ষক বাবু মিয়ার (০১৭১০-৬১২৫৪১) নম্বর মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান,এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোট পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.