স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ী মোজাহিদ শেখ (২৬) কে আটক করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় আশেপাশের এলাকা তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, ২৪ জানুয়ারি বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪৩ বীর (রিয়ার) ইউনিটের আর্মি ক্যাম্পের একটি অপারেশন টিম চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাটের অধিনায়ক মেজর এ.আর.এম. মেহরাবের নেতৃত্বে উপজেলার কলাতলা ইউনিয়নের বড় লিচুতলা এলাকায় পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ২,১১০ পিচ ইয়াবা, ২.৫ কেজি গাঁজা, নগদ ৩ লাখ ৪৫ হাজার ৫৫০ টাকা, ১টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ৩টি পাসপোর্ট এবং গাঁজা মাপার একটি মেশিন জব্দ করা হয়েছে। এছাড়াও আটক মোজাহিদের বসতবাড়ি ও আশেপাশের এলাকা থেকে দেশীয় অস্ত্রের মধ্যে ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা, ৫টি হাসুয়া, ৬টি রামদা, ১টি হাতুড়ি, ৬টি বল্লম এবং ৫টি ফুলকুচি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে চিতলমারী থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.