রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি, উন্নয়ন ও সুশাসনের পথে ফিরতে চায় খুলনা-৪ আসনের মানুষ—এমনটাই জানিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। তার ভাষায়, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় এই জনপদের উন্নয়ন বারবার থমকে গেছে।
রোববার (২৫ জানুয়ারি) রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপির এই নেতা।
আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচিত হলে দল-মত বা ধর্ম-বর্ণের বিভাজন নয়—সবার জন্য সমান অধিকারই হবে তার রাজনীতির মূল ভিত্তি। তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, খুলনা-৪ আসনের যুবসমাজ আজ কর্মসংস্থানের অভাবে দিশেহারা। তাদের জন্য বাস্তবভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা হবে।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে পাশে থাকতে চান তিনি।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল ও আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লবসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে আজিজুল বারী হেলাল তার নির্বাচনী কার্যালয়ে তাবলীগ জামাতের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া কামনা করেন। একই দিনে তিনি দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতে জেলা বিএনপি, দিঘলিয়া উপজেলা বিএনপি ও তেরখাদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.