যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন নওয়াপাড়া পৌর বিএনপির পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. মুজিবর রহমান। একই সঙ্গে তার সঙ্গে অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে যোগ দিয়েছেন।
নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন মো. মুজিবর রহমান ও তার অনুসারীরা।
এ সময় যশোর–৪ (৮৮) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন।
জামায়াতে যোগদান প্রসঙ্গে মো. মুজিবর রহমান বলেন, “আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। নওয়াপাড়া পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি এবং নওয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলাম। ব্যক্তিগত ও অনিবার্য কারণে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। সে কারণেই জামায়াতের রাজনীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে কমপক্ষে ৫০ জন কর্মী-সমর্থকও জামায়াতে যোগ দিয়েছেন।”
এ বিষয়ে অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন বলেন, “নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক নেতা মো. মুজিবর রহমান তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগদান করেছেন। জামায়াতে ইসলাম দেশ ও জনগণের কথা বলে এবং সাধারণ মানুষের দুঃখে পাশে থাকে। চাঁদাবাজি, দখলদারি কিংবা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী এবারের নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে—ইনশাআল্লাহ।”
যোগদানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.