ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চ্যানেল এস-এর আত্রাই-মান্দা উপজেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সত্যের পথে অবিচল থাকতে হবে।” এ সময় তিনি চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে মো. শাহাদুল ইসলাম বাবু বলেন, “চ্যানেল এস সবসময় সাধারণ মানুষের কথা বলে। আমরা মাঠপর্যায়ে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করে যাচ্ছি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমাদের অগণিত দর্শক ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সহযোগিতায় আমাদের পথচলা সহজ হয়েছে। সত্য প্রকাশে কোনো আপস না করাই হোক আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.