Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জানুয়ারি ২৬, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

বেনাপোলে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে বেনাপোল কাস্টমস হাউজ।

দিবসটির সূচনা হয় সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন।

এরপর বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম কমিশনার রাহাত হোসেন, সাকিব রায়হান ও সাইদ আহমেদ রুবেলসহ কাস্টমস ও রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে কাস্টমস কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। রাজস্ব আদায় শুধুমাত্র একটি দপ্তরের কাজ নয়; এটি রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল নাগরিককে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “কাস্টমস ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে এবং বাণিজ্য কার্যক্রমও আরও গতিশীল হবে।”

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, চোরাচালান রোধ এবং রাজস্ব ব্যবস্থাপনায় কাস্টমস বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করার ওপরও আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।