স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার মোচড়া বিলের তিন ফসলি কৃষি জমি দখল করে বাঁধ ও মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে মোচড়া গ্রামের রফিক শেখের বিরুদ্ধে। এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিলে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুর রহমান শেখের ছেলে রফিক শেখ রিসোর্ট ও মাছের ঘের নির্মাণের অজুহাতে মোচড়া বিলের তিন ফসলি জমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও মাছের ঘের খনন করছেন। এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, বিস্তীর্ণ ফসলি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে এবং অনেকে বাধ্য হয়ে জমি বিক্রি বা লিজ দিতে বাধ্য হচ্ছেন। এতে এলাকার কৃষি উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চরম প্রভাব পড়েছে।
মানববন্ধনে উপস্থিত ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, “রফিক শেখ কিছু জমি ক্রয় ও লিজ নিয়েছেন, তবে তার ঘেরের কারণে আমাদের জমিতে যাতায়াত ও চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। ফসল উৎপাদন করতে না পারায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া পথ বানানোর জন্য তিনি অনেকের বাড়ীর জমি জোর করে কিনে স্থানান্তর করেছেন। প্রতিবাদ করলে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।”
অভিযুক্ত রফিক শেখ বলেন, “আমি জমি ক্রয় ও লিজ নিয়ে মাছের ঘের করেছি। জোর করে কোন জমি দখল করা হয়নি। অভিযোগ থাকলে প্রশাসনের মাধ্যমে যথাযথ জবাব দিব।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.