সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান নিহত হওয়ার ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)কে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ফোনে অকথ্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। অডিওতে শোনা যায়, “এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস...”, “তুই কি ওর পোলারে আইনে দিবি...”, “তুই অ্যারেস্ট করায় দিসছ... তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে...”। পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে ভিডিও ও অডিও সঠিক এবং সত্যিকারের কথোপকথন।
বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী হুমকি ফোন প্রাপ্তি স্বীকার করে বলেন, “কেউ ফোন করেছে, কারা তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন। তিনি বলেন, “আমি মোটেই বিচলিত নই। প্রশাসন তাদের পাশে ছিল এবং সহযোগিতা করেছে। তবে কিছু অননুমোদিত নম্বর থেকে ফোন এসেছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং হুমকি দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.