Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি 
জানুয়ারি ২৬, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি 

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রউফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, সাবেক ছাত্রদল সভাপতি ইউনুস শেখ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোশারফ হোসেন, পঞ্চগড় প্রেস ক্লাবের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি সরকার হায়দার, দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভি ও দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, দেশ টিভির জেলা প্রতিনিধি রাসেদুজ্জামান বাবু, এখন টিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি লৎফর রহমান, দি বাংলাদেশ টুডে, দৈনিক জনতা ও নবধারা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক, এসএ টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে চ্যানেল এস-এর বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই চ্যানেল এস বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও দেশ, মানুষ ও গণতন্ত্রের পক্ষে চ্যানেল এস আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত, শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।