জামালপুর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩-৫৪ বছর পার হলেও যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসন আমরা প্রত্যক্ষ করেছি। নতুনভাবে তাদের কোনো প্রতিশ্রুতি বা উন্নয়নের ফুলঝুড়ির প্রয়োজন নেই। তাই সকল শ্রেণী-পেশার মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়কে আহবান জানাচ্ছি—আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী আদর্শ অনুসরণ করলে আল্লাহ তায়ালা আখিরাতেও শান্তি দান করবেন। আমাদের হাতে সময় সীমিত, তাই এখনই সকলে সচেতন হয়ে কাজ করার সময় এসেছে।
এ কথা তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো: নুরুল করিম আকরাম, জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো: শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আব্দুর রউফ তালুকদারকে বিজয়ী করার জন্য উপস্থিতদের কাছে আহবান জানান।

