আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, দ্যা কাটার সেন্টারের কমিউনিটি মবিলাইজার জাহিদা জাহান মৌ এবং ফেসিলিটেটর আসমা খাতুন।
সভায় দ্যা কাটার সেন্টারের বাস্তবায়নে তথ্য অধিকার আইন-২০০৯ এর কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

