শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসাবে সাংবাদিক পত্নী রাজিয়া সুলতানা বিউটি মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার (১০অক্টোবর) বিকালে কর্মী সমর্থকদের নিয়ে লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসারের নিকট তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন। রাজিয়া সুলতানা বিউটি অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান ও লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক ইকবাল হাসান শিমুলের স্ত্রী।
তিনি ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।