পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী-২ (পলাশ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মঈন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য। আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমরা কাউকে চিহ্নিত করে বা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা ন্যায়নীতি ও আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি। একটি সুন্দর সমাজব্যবস্থা ও উদারনৈতিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, “পলাশ একটি ফুলের নাম—ফুলের মতো সুন্দর হবে আমাদের রাজনীতি।”
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রার্থী ড. আব্দুল মঈন খানকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা যুবদলের আহ্বায়ক নেসার আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, পলাশ থানা ছাত্রদলের সম্পাদক ইশতিয়াক আহমেদ গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.