Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় গণসংযোগে মাওলানা সাখাওয়াত হোসাইন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা-৪ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা না হলে রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা এবং মানবিকতা নিশ্চিত করা যাবে না।

সোমবার (২৬ জানুয়ারি) তেরখাদা উপজেলার হাড়িখালি বাজার, আটলিয়া, নাচুনিয়া ও সাচিয়াদাহ এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “দেশ আজ নৈতিক অবক্ষয় ও বৈষম্যের কঠিন সময় পার করছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত।

এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “খুলনা-৪ আসনের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। দেওয়াল ঘড়ি সেই পরিবর্তনের প্রতীক—যা ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক রাজনীতির বার্তা বহন করে।”

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।”

একই দিনে তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে পুরুষ ও নারীদের অংশগ্রহণে তিনটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব উঠান বৈঠকে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার ইসলামে সর্বাধিক গুরুত্ব পেয়েছে। নৈতিক রাষ্ট্র গঠনে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অপরিহার্য।”

পথসভা ও উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।