খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনাসহ চার জেলায় ধারাবাহিক জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ৩টায় খুলনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। এর আগে সকাল সাড়ে ৯টায় যশোরে এবং দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায় পৃথক জনসভায় যোগ দেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, এসব জনসভায় ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন।
চার জেলায় জনসভা শেষে আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

