আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আলীকদম ব্যাটালিয়নের অধীনস্থ বান্দরবান সেক্টরের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম হেডম্যানপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ–মায়ানমার সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর দিকনির্দেশনায় এবং ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি’র নেতৃত্বে আয়োজিত এ ক্যাম্পেইনে চিকিৎসাসেবা বঞ্চিত নারী, পুরুষ ও শিশুসহ ৮০ জনের অধিক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দুর্গম বাংলাদেশ–মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনরত আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে “অপারেশন উত্তরণ”-এর আওতায় পাহাড়ি অঞ্চলে বসবাসরত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিজিবি বিভিন্ন সময়ে খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, আর্থিক অনুদান, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.