একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। আজ সকালে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডের জলিলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর নির্দেশনায় এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল স্পিডবোটযোগে এই আকস্মিক অভিযান শুরু করে।
অভিযানে আইন অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে হাতেনাতে বালুভর্তি ২টি বড় নৌকা পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে আজ সকালেই নদীতে অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করা হয়।এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জনস্বার্থে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

